যশোরের ডিহিতে ৭৫০ পরিবারের পাশে স্থানীয় যুবলীগ নেতা

1150

Published on মে 8, 2020
  • Details Image

মহামারী করোনা ভাইরাসের ছোবল থেকে রক্ষা করতে সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঘরবন্দী সাড়ে ৭শ পরিবারের মাঝে খাদ্যের সহযোগিতা করলেন ডিহি ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল।

বৃহস্পতিবার বেলা ১০ টার সময় শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে স্থানীয় বাজার সংলগ্ন কলকাকলি স্কুলের সামনে এ খাদ্যের সহযোগিতা করেন তিনি।

এসময় প্রধান অতিথি হিসেবে ডিহি ইউনিয়নবাসীর মধ্যে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্বোধন করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চেয়রম্যান মঞ্জু বলেন, বিশ্বজুড়ে মহামারী করোনার ছোবল থেকে দেশবাসীকে নিরাপদ রাখতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধনী-গরীব সকলকে ঘরে থাকতে বলেছেন। সাথে ব্যবস্থা নিয়েছেন দিন আনা দিন খাওয়া অস্বচ্ছল মানুষের ঘরবন্দী থাকাকালীন সময়ে খাদ্যের সহযোগিতা করবার। জাতির এই ক্লান্তিলগ্নে সরকারের খাদ্যের সহযোগিতার পাশাপাশি এগিয়ে এসেছেন দেশের সকল মন্ত্রী এমপিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর ধর্ণাঢ্য ও সস্বচ্ছল ব্যক্তিরা। অাজ তারই ধারাবাহিকতায় যশোর ১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিনের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে উপজেলার সকল স্বচ্ছল আওয়ামীলীগের নেতা-কর্মীরা অস্বচ্ছল পরিবারের মধ্যে খাদ্যের সহযোগিতা করছেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সহ সভাপতি গাজীউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীর।

উক্ত বিতরণ অনুষ্ঠানে ডিহি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোস্তফা বলেন, স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিনের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজ সাড়ে ৭’শ পরিবারের মাঝে পরিবার প্রতি ৭ কেজি, ২ কেজি আলু, ১ কেজি চিনি ১ কেজি সেমায়, ১ কেজি ছোলা ও ৫’শ গ্রাম মুড়ি দেওয়া হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত