শ্রীনগরের ষোলঘরে ২০০০ পরিবারে খাদ্যসামগ্রী দিলেন ইউপি চেয়ারম্যান

1305

Published on মে 8, 2020
  • Details Image

করোনা সংক্রমণ রোধে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আজিজুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে প্রায় দুই হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে ষোলঘর গ্রামে মো. আজিজুল ইসলামের নিজ বাড়িতে (চেয়ারম্যান বাড়ি) এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার। জনসমাগম এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ষোলঘর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ইউপি সদস্যদের কাছে বিতরণে খাদ্যসামগ্রীর প্যাকেটগুলো হস্তান্তর করা হয়।

ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আজিজুল ইসলাম বলেন, করোনা মোকাবেলায় দুর্যোগপূর্ণ এই সময়ে নিজ উদ্যোগে দুই হাজার পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা করছি। এলাকার কর্মহীন পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পিয়াজ, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি ডাল ও একটি করে সাবান দেয়া হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত