1182
Published on মে 8, 2020খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগরীর ১৩, ১০, ২৩, ২১, ১৫, ১, ৩, ৫ ও ১৯ নম্বর ওয়ার্ডের ৪২৮ জন করে মোট তিন হাজার ৮৫২ কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী ও দরিদ্রদের মাঝে ৭ কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এর পরে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারি মানবিক সহায়তা সেলের আওতায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিম্ন আয়ের ৩২১ জন কর্মহীন স্বর্ণশিল্পী শ্রমিকের মাঝে সোমবার খুলনা জিলা স্কুল মাঠে চাল ও সবজিসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সিটি মেয়র এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। ইতিপূর্বে তিনশ কর্মহীন স্বর্ণশিল্পী শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।