1004
Published on মে 8, 2020সিলেটের গোয়াইনঘাট উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া’র উদ্যোগে আলীরগাঁও ইউনিয়নে কর্মহীন ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে আলীরগাঁও ইউনিয়ন পরিষদ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে গোয়াইনঘাট উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আ’লীগ নেতৃবৃন্দ মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছে। সরকারের পাশাপাশি অসহায় মানুষের উন্নয়নে সমাজের বিভিন্ন মানুষ এগিয়ে আসছেন।করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের সকলের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এ সময় তিনি করোনা মোকাবেলায় সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, সুহেল আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, ৫নং আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল খায়ের, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোহাম্মদ ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাষ্টার ওলি উল্লাহসহ উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ইউনিয়ন ছাত্রলীগের তৃণমূল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।