851
Published on মে 7, 2020নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও গাজী গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজার নিজস্ব অর্থায়নে এসব সহায়তা দেওয়া হয়।
সোমবার (৪ মে) উপজেলার চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলু, মহিলা লীগ নেত্রী নাজমা বেগম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বকরসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।