1178
Published on মে 7, 2020রজমান মাস জুড়েই স্বল্প আয়ের ও বিভিন্ন গন্তব্যে চলাচলকারী সাধারণ মানুষের জন্য গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় চেয়ারে সাজানো থাকবে ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার সামগ্রী। প্রতিদিনই প্রায় ৫০ রোজাদারকে ইফতার করাবে গাজীপুর জেলা ছাত্রলীগ।
ইফতারের সময় চলার পথে এখানে বসে সকলেই ইফতার খেতে পারবেন। নিজ অর্থায়নে এমন ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।
জাহিদুল আলম রবিন জানান, শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তা। উপজেলাসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ বিভিন্ন কাজে প্রতিদিনই মাওনা চৌরাস্তায় আসেন। এছাড়াও ভাসমান ছিন্নমূল অনেক মানুষ এখানে থাকেন যারা মাওনা চৌরাস্তায় বিভিন্ন দোকানে ইফতার করে থাকেন। করোনা ভাইরাসের কারণে সরকার গাজীপুরকে লকডাউন ঘোষণা করায় হোটেল-রেস্তোরাঁ ও বিভিন্ন দোকানপাট বন্ধ থাকায় ওইসব মানুষের ইফতারের সময় একগ্লাস পানি পানেরও কোনো ব্যবস্থা নেই। তাই পুরো রমজান মাসজুড়েই জরুরি প্রয়োজনে আসা ও মাওনা চৌরাস্তার ছিন্নমূল মানুষদের ইফতারের ব্যবস্থা করবে গাজীপুর জেলা ছাত্রলীগ।
তিনি আরও জানান, ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে মাওনা চৌরাস্তার হাজী ম্যানসনের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০টি চেয়ার সাজানো থাকবে। আর চেয়ারের উপর থাকবে ইফতার সামগ্রী। সেখানে খিচুড়ি, খেজুর, পুষ্টি বিবেচনায় একটি ডিম ও আধা লিটার বোতলজাত পানি দেয়া থাকবে। একজন রোজাদার ব্যক্তি সম্পূর্ণ বিনা খরচে সেখানে বসে ইফতার করতে পারবেন।