রায়পুরায় ১০০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য

1961

Published on মে 12, 2020
  • Details Image
  • Details Image

নরসিংদীর রায়পুরায় মরণব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউন এলাকা উপজেলার অলিপুরা ও চান্দের কান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২০০ কর্মহীন, হতদরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর লোকদের মাঝে রবিবার সকালে খাদ্য সামগ্রী তুলেদেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য অ্যাড এবিএম রিয়াজুল কবির কাওছার।

ইতিমধ্যে তিনি ৮০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন এবং উপজেলার একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়নে আরো ১২০০ পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করবেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান দ্বারা অব্যহত থাকবে বলে জানান তিনি। ইতিমধ্যে চাউল ৫ কে‌জি, আলু ৩‌ কে‌জি, ডাল ১কে‌জি, তেল ১ লিটার, পিয়াজ ১কে‌জি, হুইল সাবান ২টা, লবন ১কেজির প্যাকেজে ৮০০ব্যাগ বিতরণ করেন। কোভিড-১৯ এর কারনে খেটে খাওয়া সাধারণ দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এমন পরিবারগুলো বাছাই করে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। বাকি দিনগুলোতেও আরো ১৪শত পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্র নায়ক শেখ হাসিনা সরকার প্রচুর পরিমানে ত্রান সামগ্রীর স্ব স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছেন। যত বিপর্যয়ই হোকনা কেন রাষ্ট্র নায়ক শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে এদেশের প্রত্যেকটা মানুষ তার নাগরিক সুবিধা পাবে কেউ না খেয়ে থাকবেনা। এই মরণব্যাধি করোনাভাইরাস সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। দল, মত নির্বিশেষে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন হতে হবে এবং জাতির এই ক্লান্তি লগ্নে বিত্তবানরা কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাড়ালে সমাজ আরো সুন্দর হবে বলে তিনি উল্লেখ করেন।

ত্রান সহ‌যো‌গিতা ‌বিতরনকা‌লে উপ‌স্হিত ছি‌লেন রায়পুরা উপজেলা আওয়ামীলী‌গের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, মহ‌সিন খন্দকার, একেএম ম‌হিউ‌দ্দিন, ম‌শিউর রহমান কনক, তফাজ্জল হোসন,সাইফুল ইসলাম প্রমুখ

Live TV

আপনার জন্য প্রস্তাবিত