1641
Published on মে 7, 2020বাংলাদেশে বিদ্যমান করোনা ভাইরাস সংকটে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার প্রয়াসে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক কল্যাণে অসহায়, কর্মহীন মানুষ বিশেষ করে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার যারা অতি কষ্টে দিনাতিপাত করছেন, যারা ত্রাণ সামগ্রী চাইতে পারেন না তাদের পাশে সহায়তা সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপির নির্দেশনায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে ধানমন্ডিস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কার্যালয় থেকে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ৭ মে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির কার্যালয় হতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি ভিডিও কলে খাদ্য সামগ্রী বিতরণের শুভ সূচনা করেন। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মন্নাফি, বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা ডা. মো. নজরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, প্রফেসর কামরুজ্জামান, আখলাকুর রহমান মাইনু, মো. হারুন অর রশীদ, মো. মাহবুব রশীদ, আকাশ জয়ন্ত জয় প্রমুখ।
এছাড়াও সামাজিক কল্যাণের অংশ হিসেবে করোনা ভাইরাস সংকটকালীন সময়ে মানুষের সার্বক্ষনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর যৌথ তত্ত্বাবধানে ইতোপুর্বে চালুকৃত চিকিৎসা সেবা কার্যক্রমে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ চিকিৎসা সুবিধা প্রাপ্ত হওয়ায় এই সেবা আরো সম্প্রসারণ ও সমৃদ্ধ করার লক্ষ্যে হটলাইন চালু করা হয়েছে।
চিকিৎসা সেবা হটলাইন নম্বর: ০৯৬৭৮৮৮৯৮৮৮
বিদ্যমান করোনা ভাইরাস সংকটে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার প্রয়াসে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক কল্যাণে শ্যামলী, কল্যাণপুর, কাটাসুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, বাসাবো, আজিমপুর, মিরপুর-২, মিরপুর ১১, উত্তরা, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, ধানমন্ডি, বাড্ডা, বনশ্রী, খিলগাও, ক্ষিলক্ষেত, জিগাতলা, পল্টন, মুগদা, উত্তর গোড়ান, তাউলাহাটি, মদনা পুরান বাজার, উত্তর যাত্রাবাড়ি, শনির আখরা, কাকরাইলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এবং সাভার, টঙ্গী, নারায়নগঞ্জ এ বাড়ী বাড়ী খাদ্য সহায়তা সামগ্রী পৌঁছে দেয়া হয়। খাদ্য সহায়তা সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ লিটার সোয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি ছোলাবুট, ১ কেজি লবন, ১ কেজি মুসুরি ডাল, ১ কেজি পিয়াজ, ও বিশেষ ধরনের এন্টিসেপটিক সাবান।
যে সকল সংগঠনের প্রতিনিধির নিকট খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সেগুলো হচ্ছে:
১. বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ
২. ফোকাস বাংলা
৩. ২১ নং ওয়ার্ড (ঢাকা দক্ষিণ)
৪. ১৩ নং ওয়ার্ড (ঢাকা দক্ষিণ)
৫. ৬ নং ওয়ার্ড (ঢাকা দক্ষিণ)
৬. খিলগাঁও থানা
৭. মতিঝিল থানা
৮. ৮ নং ওয়ার্ড (ঢাকা দক্ষিন)
৯. ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরাম্যান এসেসিয়েশন
১০. ব্রডকাস্ট জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ সচিবালয়
১১. দাফন-কাফন জাতীয় বাস্তবায়ন কমিটি
১২. জাতীয় মহাশ্মশান কমিটি
১৩. ঋষি সম্প্রদায়
১৪. বিভিন্ন পর্যায়ের সাংবাদিক
উপরোক্ত সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাধ্যমে এবং ব্যক্তিগত পর্যায়ে চাহিদার প্রেক্ষিতে অদ্য সর্বমোট দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।