2438
Published on মে 6, 2020চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে এবং আশেপাশের এলাকায় তিন দিনের কর্মসূচিতে মোট ৪০০ হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক এবং গ্লাভস বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকার দিনমজুর এবং অভাবগ্রস্ত পরিবারের মাঝে ৩০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর সহ বিনামূল্যে চাল,ডাল সরবরাহের ব্যবস্থা করে চবি ছাত্রলীগ।
হাটহাজারীর ফতেহপুর গ্রামের কৃষক আলমের ৪০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন এই ইউনিটের নেতা কর্মীরা।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনা মোতাবেক এই সঙ্কট মোকাবেলায় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।'