পাটগ্রামে ১ হাজার অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করলেন আওয়ামী লীগ নেতা

924

Published on মে 6, 2020
  • Details Image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া ১ হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনা মূল্যে সবজি বিতরণ করা হয়েছে।

রমজান মাস উপলক্ষে রবিবার হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের ব্যক্তিগত অর্থায়নে সবজি সামগ্রী বিতরণ করা হয়। পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাউয়ামারী আপ্তার উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সবজি বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান নিলু , শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক মো. আহাদ আলী আনছারী, কাউয়ামারী আপ্তার উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার ভৌমিক , পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পাটগ্রাম টিম ইমারজেন্সি সংগঠনের প্রধান সমন্বয়ক আল মামুন শুভ, পাটগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মহাজন প্রমুখ।

এখানে  পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পাটগ্রাম টিম ইমারজেন্সি সংগঠনের প্রধান সমন্বয়ক আল মামুন শুভ বলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের ব্যক্তিগত অর্থায়নে এ পর্যন্ত পাটগ্রাম উপজেলায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ তিন হাজার পরিবার কে ত্রান হিসেবে খাদ্রসামগ্রী , চার হাজার পরিবার কে সবজি ও তিন হাজার পরিবার কে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে । এ ছাড়া পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় সবজি ও ইফতার বিতরণ অব্যাহত থাকবে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ জানান, করোনাভাইরাসের কারণে কাজ না থাকায় অনেক গরীব মানুষ অসহায় হয়ে পড়েছে। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার অসহায় মানুষের জন্য খাদ্য ও সবজির ব্যবস্থা করেছি। করোনাভাইরাস পরিস্থিতিতে খাদ্রসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত