2883
Published on মে 6, 2020কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে হতদরিদ্র, নিম্নমধ্যবিত্ত শ্রেণীর লোকেরা কর্মহীন হয়ে পড়েছেন চরম খাদ্য সংকটে। তাদের সাহায্য সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান।
গত ২৭ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট ২৪৮৭ টি পরিবারের মাঝে ২০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ত্রাণ নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন মেয়র মিজানুর রহমান। কখনও পায়ে হেঁটে আবার কখনও গাড়িতে করে ত্রাণ পৌঁছে দিচ্ছেন গ্রামে গ্রামে দরিদ্র পরিবারগুলোর মাঝে। পাশাপাশি, জনসচেতনতা তৈরিতে নিজেই প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে সকাল-বিকাল মাইকিং করেছেন এবং লিফলেট বিতরণ করেছেন তিনি। প্রতিদিন প্রত্যেক এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে তার উদ্যোগে।
সামাজিক দূরত্ব নিশ্চিত ও বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রনে রাখতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তদারকি করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে মেয়র মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাস মহামারীর এই দুর্যোগে কর্মহীন হয়ে পড়ায় হতদিরদ্রের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির সহযোগিতা ও দিক-নির্দেশনায় চৌদ্দগ্রাম পৌরসভার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পাশাপাশি দরিদ্রদের সাহায্যার্থে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।