গভীর রাতে সেহেরী নিয়ে মানুষের পাশে গাজীপুর জেলা ছাত্রলীগ

1178

Published on মে 5, 2020
  • Details Image

নভেল করোনা ভাইরাসের ফলে সারাদেশে অঘোষিত লকডাউন চলছে। যার ফলে এইবারের রমজান প্রতিবারের চেয়ে অনেক আলাদা। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য নিত্যদিনের খাবার যোগাড় অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যাদের কাজের তাগিদে বাধ্য হয়েই রাতে বাইরে থাকতে হচ্ছে সেইসব শ্রমজীবী মানুষের সেহেরির ব্যবস্থায় পাশে দাড়িয়েছে গাজীপুর জেলা ছাত্রলীগ।

শুক্রবার (১ মে) রাতে শ্রীপুরের এমসি বাজার ও মাওনা চৌরাস্তা এলাকায় ১০০ জন ট্রাক চালক, রিক্সাচালক, নিরাপত্তারক্ষী মানুষের মাঝে রাতে বিতরণ করেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকার।

জাহাঙ্গীর সরকার বলেন, “ করোনা প্রাদুর্ভাবের ফলে শ্রমজীবী, নিন্মবিত্ত মানুষদের জীবনব্যবস্থা অনেক কঠিন হয়ে পড়েছে। রাতের অন্ধকারে যারা অর্থনীতির চাকা সচল রাখতেছে সেইসব শ্রমিক-চালক ভাইদের সাথে এবং যারা সারারাত জেগে আমাদের নিশ্চিতে ঘুমাতে দেয় সেইসব নিরাপত্তা রক্ষী ভাইদের মাঝে গাজীপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সেহরি বিতরণ কার্যক্রম চালু করেছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

পাশাপাশি বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবাও চালু করেছে জেলা ছাত্রলীগ। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত