1092
Published on মে 5, 2020করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ও বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু।
সোমবার বেলা ১১ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে সুলতান আলী সড়কে বরগুনার পত্রিকার হকার, ক্যাবল নেটওয়ার্কের কর্মী, শহরের ছিন্নমুল ও মধ্যবিত্ত ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও যুগান্তরের স্টাফ রিপোর্টার এম. মজিবুল হক কিসলু, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ফেরদৌস খান ইমন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিম, একাত্তর টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন টিটু, ইনডেপেডন্ট টেলিভিশনের বরগুনা প্রতিনিধি আরিফ হোসেন ফসল, প্রথম আলোর বরগুনা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মোহাম্মদ রিফকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও বরগুনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নশা ও জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. আলতাফ হোসেন।
এই ব্যাপারে সংসদ সদস্য বলেন, মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন মহামারি করোনা ভাইরাসে দেশের একজন মানুষও অভুক্ত থাকবে না। আমাদের প্রধান মন্ত্রী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বৈশ্বিক করোনা মহামারিতে সাধারণ মানুষের পাশে থেকে খাদ্য সহায়তা করে যাচ্ছেন। আমিও সব সময় বরগুনার অবহেলিত জনগণের পক্ষে আছি। দীর্ঘ ২৭ বছর এক টানা বরগুনার সাধারণ মানুষের সেবা দিয়ে আসছি। প্রধান মন্ত্রীর মাধ্যমে আমার এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
তিনি কৃতজ্ঞা জানান, বরগুনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি। তিনি বলেন, সাংবাদিক ইউনিয়নের আয়োজনে অসহায় জনগণেরর পাশে থেকে খাদ্য সহায়তা দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো।