5219
Published on মে 4, 2020করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতে সহজ শর্তে, জামানত ছাড়াই নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৩ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি নিয়েছে সরকার।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের আয় উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না। তাদেরকে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি ৩ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। প্রয়োজনের নিরিখে বাংলাদেশ ব্যাংক তহবিলের পরিমাণ বৃদ্ধি করতে পারবে।
কোনো বন্ধক বা মর্টগেজ ছাড়াই এই ঋণ বিতরণ করবে পরীক্ষিত ও স্বচ্ছল এনজিওগুলো। নারীদের দেয়া হবে বিশেষ প্রাধান্য। ঋণের মেয়াদ চলাকালে ঋণগ্রহীতার কোনো সমস্যার ক্ষেত্রে এই নীতিমালায় বিমার ব্যবস্থা রাখা হয়েছে। তবে যারা ঋণখেলাপি, তারা এ ঋণ পাবেন না।