1152
Published on মে 4, 2020করোনার কারণে কর্মহীন হওয়া দুস্থদের জন্য খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান। গতকাল বৃহস্পতিবার তাঁর অর্থায়নে হরিরামপুর উপজেলার এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রতি পরিবারের প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণসহ পনের কেজি ওজনের খাদ্যসামগ্রী।
ভেলাবাজ প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গুলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রউফ, হরিরামপুর থানার ওসি মহিদ চৌধুরী, গিয়াস চৌধুরী, বিল্টু দত্ত প্রমুখ।