আরো ১০ হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিলেন তোফায়েল আহমেদ

1245

Published on মে 4, 2020
  • Details Image

ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর পক্ষে তৃতীয় দফায় ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে করোনাভাইরাসের কারণে পবিত্র রমজান মাসেও ঘরে থাকা বিভিন্ন পেশার কর্মহীন ও অসহায় ১০ হাজার পরিবারের ঘরে ঘরে তৃতীয় দফায় ইফতার ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করা হয়। এর আগে প্রথম দফায় সাড় পাঁচ হাজার ও দ্বিতীয় দফায় তিন হাজার পরিবারের মাঝে তোফায়েল আহমেদ এর পক্ষে ত্রাণ বিতরণ করা হয়।

৩০ এপ্রিল ভোলা সদর উপজেলা পরিষদের হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি। ব্যক্তিগত উদ্যোগে তিনি এই ত্রাণ বিতরণের ব্যবস্থা করেছেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতারা এই খাদ্যসমূহ ঘরে ঘরে পৌঁছে দেন। এতে চাল, ডাল, আলু, ছোলা, চিনি, তেল, পেঁয়াজ, খেজুরসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী রয়েছে। 

ত্রাণসামগ্রী বিতরণী উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তোফয়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কৃষকের জন্য, সকল ব্যাবসায়ীদের জন্য, সকল শ্রেণিপেশার মানুষের জন্য যে নির্দেশনা ও প্যাকেজ দিয়েছেন সেগুলো আমরা যদি অনুসরন করি, তাহলে তারাতাড়ি আজকের এই মহামারি থেকে করনোভাইরাসের আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করতে পারব। এ সময় সার্বিক অবস্থা নিয়ে ভোলা জেলা প্রশাষক ও সিভিল সার্জন এর মাধ্যমে সব সময় খোঁজখবর নেওয়া হচ্ছে উল্লেখ করেন তিনি।
  
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যেনেল চোয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুর ইসলামসহ প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত