1133
Published on মে 4, 2020ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামের ৯০০ দরিদ্র পরিবার পেয়েছে আইনমন্ত্রী আনিসুল হকের দেওয়া খাদ্য সহায়তা। গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের সোনারবাংলা অ্যাডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মন্ত্রীর পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া দরিদ্র পরিবারগুলোর সদস্যদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।
তিনি জানান, সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে আইনমন্ত্রী আনিসুল হক মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি মন্ত্রীর নির্দেশে দলের নেতারাও দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন- বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল, কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মানিক ও সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।