1178
Published on মে 4, 2020ভোলার চরফ্যাশন উপজেলায় ১০ হাজার কর্মহীন ও নিম্ন আয়ের পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ‘মানুষ মানুষের জন্য’ কর্মসূচির আওতায় এই খাদ্যসামগ্রী দিয়েছেন তিনি।
রোববার (০৩ মে) সকালে চরফ্যাশনের ঈদগাহ মাঠে পৌরসভার দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন সংসদ সদস্য জ্যাকব। পরে তিনি উপজেলার মাদ্রাজ ও হাজারীগঞ্জ ইউনিয়নেও ত্রাণ বিতরণ করেন।
খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, আলুর পাশাপাশি দেওয়া হয়েছে চিনি, ছোলা, পেঁয়াজ, মসুর, সয়াবিন,সেমাই, গুঁড়াদুধ, চিড়া ও লবণ।
এ ছাড়া উপজেলার ২৮টি কওমি মাদ্রাসা ও এতিমখানায় সাড়ে ১৪ লাখ টাকা অনুদান দেন সাংসদ জ্যাকব। এ সময় তিনি বলেন, যতবড় দুর্যোগ আসুক শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে কাউকে না খেয়ে থাকতে হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।