1175
Published on মে 4, 2020লক্ষ্মীপুরে জেলা পরিষদের অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ মে) দুপুরে রামগতি আ স ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে ২ হাজার অসহায়দেরকে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান। এসময় যারা খাদ্যসামগ্রী পায়নি তাদেরকে নগদ অর্থ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু প্রমুখ।
জেলা পরিষদ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবিদের মাঝে ৭৫ লাখ টাকা ব্যয়ে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগে নেয়া হয়। এতে ১০ হাজার প্যাকেট চাল, ডাল, তেল, ছোলা ও শিশু খাদ্যসহ ৮টি পণ্য দেয়া হচ্ছে।
জানা যায়, জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের সমন্বয়ে হতদরিদ্রদের তালিকা করা হয়েছে। এতে নির্দেশনা দেওয়া আছে যেসব হতদরিদ্র পরিবার আগে পেয়েছেন তাদেরকে বাদ দিয়ে যেসব হতদরিদ্র মানুষ ঘরবন্দি এখনও পর্যন্ত খাদ্য সহয়তা পাইনি ঐসব পরিবারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তালিকা প্রণয়ন করার জন্য।
জেলা পরিষদের সদস্যগণ এবং পাঁচটি উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে তালিকা সংগ্রহ করে ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করবে জেলা পরিষদ। এতে প্রতি পরিবারকে চাল, ডাল, ছোলা, সয়াবিন তেল, চিনি, মুড়ি, দুধ, খেজুরসহ খাদ্য ও ইফতার সামগ্রী দেওয়া হবে।
জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, ৭৫ লক্ষ টাকা ব্যয়ে লক্ষ্মীপুরের জেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য ও ইফতার সামগ্রী দেওয়া হবে। খাদ্য সহায়তা দেওয়ার জন্য সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। খাদ্যগুলো প্যাকেট করার কাজ চলছে। সকলের সমন্বয়ে হতদরিদ্র পরিবারের তালিকা করা হয়েছে। প্রত্যেকটি উপজেলায় খাদ্যগুলো নিয়ে গিয়ে সরাসরি হতদরিদ্র পরিবারের হাতে বন্টন করা হবে। এ ব্যপারে সর্বোচ্চ সতর্কতার সহিত স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
এসময় প্রত্যেক পরিবারকে চাল, ডাল, ছোলা, সয়াবিন তেল, চিনি, মুড়ি, দুধ, খেজুরসহ খাদ্য ও ইফতার সামগ্রী দেওয়া হবে বলে জানান তিনি।