আরো ১০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

3086

Published on মে 4, 2020
  • Details Image

মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ব্যক্তিগত ভাবে এখনও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন অব্যাহত রেখেছেন ।

গাজীপুর মহানগরের গাছা থানার ৩২, ৩৩,৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮ নং ওয়ার্ডে এবং সাবেক কাউলতিয়া ইউনিয়ন এর ১৯, ২০, ২১, ২২, ২৩ নং ওয়ার্ডের অসহায়, দিনমজুর ও হতদরিদ্র মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য প্রায় দশ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেছেন ।

তাছাড়া প্রতিদিন রাত্রে দিনমজুর ও হতদরিদ্র মানুষের পাশাপাশি মধ্যবিত্ত দের ঘরে ঘরেও খাবার পৌছে দেওয়া হচ্ছে । যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি তার টংগীস্থ নোয়াগাও এর বাসভবন থেকে খাদ্যসামগ্রী গুলো বিতরন করেন ।

উল্লেখ্য এর আগে গাজীপুর মহানগরের টংগী পুর্ব ও পশ্চিম থানার ১৫টি ওয়ার্ড এবং গাজীপুর সদর থানার ০৮টি ওয়ার্ডেও খাদ্যসামগ্রী বিতরন করা হয় । ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে । খাদ্যসামগ্রী গুলোর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, সাবান, মাস্ক ইত্যাদি । যতদিন পর্যন্ত লকডাউন থাকবে ততদিন পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরন অব্যাহত থাকবে । তাছাড়া রমজান মাসে প্রতিদিনই রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত