নালিতাবাড়িতে আওয়ামী লীগের উদ্যোগে ১৪.৩৮ লক্ষ টাকা বিতরণ

1001

Published on মে 3, 2020
  • Details Image

নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় করোনার প্রভাবে কর্মহীন-অসচ্ছল পরিবারের মাঝে ১৪ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর পরামর্শে দলীয় নেতারা নিজেদের উদ্যোগে এসব অর্থ বিতরণ করেন।

দলীয় সূত্র জানায়, এলাকার এমপি মতিয়া চৌধুরীর পরামর্শে করোনার সময়ে মানুষের পাশে দাঁড়াতে নেতৃবৃন্দ নিজেদের উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রতিটি পরিবারের হাতে পর্যায়ক্রমে ২০০ টাকা করে সহায়তা দিয়েছেন। এ সহায়তা পায় উপজেলার ৭ হাজার ১৯২টি পরিবার। পরে রবিবার দুপুরে নেতৃবৃন্দের উপস্থিতিতে বিতরণকৃত অর্থের তালিকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত