905
Published on মে 3, 2020করোনা সংকট মোকাবিলায় কর্মহীন, শ্রমজীবী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ । রবিবার দুপুরে তার পক্ষ থেকে ভোলা পৌরসভার ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
ভোলা পৌরসভার ৯টি ওয়ার্ডে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সিরাজুল ইসলাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারবৃন্দ।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব জানান, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নির্দেশে তার পক্ষে করোনা মোকাবিলায় কর্মহীনদের খাদ্য সহায়তা বিতরণ করে যাচ্ছি। যত দিন পর্যন্ত এই সংকট থাকবে তত দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মহীনদের পাশে থাকবে।