1158
Published on মে 3, 2020নরসিংদী-২ (পলাশ উপজেলা ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য পলাশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাংলাদেশ ফার্টিলাইজার এস্যোসিয়েশনের চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন সংসদীয় আসনের হতদরিদ্র ২৫ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। প্রত্যেক পরিবারে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ লিটার সয়াবিন তেল দিচ্ছেন খাদ্য সহায়তা হিসেবে।
রমজানের প্রথম দিন থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন একটি ইউনিয়নের সকল দুস্থ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে দেখা যায় সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
ত্রাণ বিতরণ নিয়ে সংশ্লিষ্টরা জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়মিত বিরতিতে এই পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।