ভান্ডারিয়ার ৫০ হাজার পরিবার পাচ্ছে উপজেলা চেয়ারম্যানের খাদ্য সহায়তা

2891

Published on মে 2, 2020
  • Details Image
  • Details Image

করোনা পরিস্থিতিতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার প্রায় পঞ্চাশ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের উদ্যোগে পরিবারগুলোর মধ্যে চাল, ডাল, তেল, চিড়া, বুট ও চিনির মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হচ্ছে।

‘প্রয়োজন হলে রেখে দিন, না হলে যার প্রয়োজন তাকে দিন’ স্লোগানে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজে সহায়তা করছেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের তিন শতাধিক স্বেচ্ছাসেবী।

করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মিরাজুল ইসলাম। তিনি বলেন, উপজেলার অসহায় ও দুস্থ পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে উপজেলার প্রতিটি ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলেও জানান তিনি।

এদিকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনার নমুনা পরীক্ষার জন্য আধুনিক বুথ স্থাপন করা হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত