শেরপুরে ৩০০ পরিবারের হুইপের ত্রাণ সহায়তা বিতরণ

1559

Published on মে 2, 2020

সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ৩০০ গরিব-অসহায়, কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক।

বিতরনকালে তিনি বলেন, ১৯৭১ সালে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে জয়লাভ করে দেশ স্বাধীন করেছি। আজ আমাদের সামনে করোনা মহামারি দেখা দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা মেকাবিলায় কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা মানলে করোনা মোকাবেলায়ও আমরা জয়লাভ করব। আমাদের বিশ্বাস এ আঁধার কেটে আলো আসবেই।
আজ শনিবার কালে হুইপ আতিক এমপি একথা বলেন।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আজাদ ক্লাবের সদস্যদের নিজেদের অর্থায়নে দেওয়া এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি করে চাল, ২ কেজি আলু, এক কেজি মশুর ডাল, এক লিটার তেল, আধা কেজি লবন ও একটি করে সাবান। সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক ওই ক্লাবের সভাপতি। স্থানীয় আতিউর রহমান মডেল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রী বিতরণকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আ. বারী চাঁন, হুইপ কন্যা ডা. শারমীন রহমান অমি সহ আজাদ ক্লাবের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

হুইপ বলেন, সারাবিশ্বে আজ করোনা মহামারি আকার ধারণ করেছে। আমাদের দেশেও একজন এমপি আক্রান্ত হয়েছেন। ডাক্তার-ইঞ্জিনীয়ার কেউ বাদ যাচ্ছেন না। এজন্য আমরা স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনাগুলো মেনে চলবো। সবাই আমারা বাড়িতেই থকেতে চেষ্টা করবো। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবো না। আপনারা যাতে বাড়িতে থাকেন এজন্যই এসব খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। খাদ্যের প্রয়োজন হলে আমাদের ফোন করবেন, আপনাদের ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দেওয়া হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত