রোজায় সেহরি নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ

2277

Published on মে 2, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image

পুরান ঢাকার অসহায়, হতদরিদ্র ছিন্নমূল চারশ পথচারীকে মধ্যরাতে সেহরির খাবার দিল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। শুক্রবার দিবাগত রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু পুরান ঢাকার সূত্রাপুর, ধুপখোলা, দয়াগঞ্জ, ধোলাইখাল, টিপু সুলতান রোড, নবাবপুর, রায় সাহেব বাজার, নয়া বাজার, বাবুবাজার, বংশাল, মালিটোলা, ইসলামপুর, সদরঘাট, ভিক্টোরিয়া পার্ক, লক্ষীবাজার, লালকুঠি, শ্যামবাজারসহ বেশ কিছু এলাকায় এই রান্না করা সেহরির খাবার সরবরাহ করেন।

গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ঢাকা শহরে এই রমজানে প্রচুর মানুষ আছে যাদের ঘরবাড়ি নেই, খাওয়ার সুব্যবস্থা নেই। অথচ কষ্ট করে হলেও তারা রোজা রাখে। করোনা মহামারিতে এবার বরাবরের মত হোটেল কিংবা খাওয়ার দোকানগুলো বন্ধ। তাই রাস্তার পাশের খাবার সুবিধা না পাওয়া সেইসব ছিন্নমূল অসংখ্য মানুষদের মাঝে এবার সেহরি বিতরণ করছি। পুরো রমজান মাস এই কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আমার সামর্থ্য অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিদের্শনা ও যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃত্বে যুবলীগ অসহায় মানুষের পাশে আছে।

এছাড়া তিনি বর্তমান পরিস্থিতির মাঝে বেশ কয়েকবার পুরান ঢাকার বিভিন্ন এলাকার হতদরিদ্র, অসহায়, খেটে খাওয়া তিন হাজার দুইশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, লবণ, ছোলা, ডাবলি, খেজুর, মুরি, সাবানসহ সবজি প্রদান করেন। ঢাকা দক্ষিণের অন্তর্গত এলাকাগুলোতে স্থানীয়ভাবে মোবাইল কল লিস্ট ও মেসেঞ্জারে তালিকা অনুযায়ী খাদ্য সামগ্রী অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে পৌঁছে দেয়া হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত