1461
Published on মে 5, 2020করোনাভাইরাসের সংক্রমণের কারণে গাজীপুর লকডাউন। আর এই লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়েছেন জেলার হাজারো মানুষ। কর্মহীন এই মানুষদের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
শুক্রবার (১ মে) বিকেলে তিনি নগরীর পাঁচ শতাধিক কর্মহীন পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় তার বাসার সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
কামরুল আহসান রাসেল বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে এসব খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সহায়তা দেয়া হয়েছে। এলাকার দরিদ্র, কর্মহীন ও অসহায় মানুষের মাঝে এ সহায়তা অব্যাহত থাকবে।
এর আগে ৩-৪ এপ্রিল তিনি মহানগরীর ২ হাজার পরিবারে ১০ কেজি পরিমাণ খাদ্যসামগ্রী দিয়েছেন। ওই সময় তিনি নিজ হাতে দরিদ্রদের ঘরের দরজার সামনে গিয়ে খাদ্যসামগ্রী রেখে আসেন। রাত থেকে ভোর পর্যন্ত মহানগরের অন্তত ১০টি ওয়ার্ডে তার এ কার্যক্রম চালানো হয়েছে। দরজার সামনে খাদ্য পাওয়া পারভীন আক্তার জানান, বেতন হয়নি। সকালে রান্না করার মতো কিছুই ঘরে ছিল না। এই চাল ডাল পেয়ে ছেলে-মেয়েকে নিয়ে ক’দিন চলতে পারবেন।
২৩ মার্চ সোমবার দুপুরে নগরীরর দুই শতাধিক অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মাঝে এক মাসের চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিয়েছেন তিনি।