শ্রমজীবী মানুষের পাশে ঢাবি ছাত্রলীগ সভাপতি

1827

Published on মে 2, 2020
  • Details Image

এবার মে দিবস এসেছে এমন এক সময়ে যখন দেশে সাধারণ ছুটি বা ‘লকডাউনের’ কারণে কলকারখানাসহ সব ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিক, রিকশাওয়ালা, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের উপার্জনের পথ হয়ে বন্ধ হয়ে গেছে। অগণিত শ্রমজীবী মানুষ এখন কর্মহীন ও ক্ষুধার্ত। পরিবার নিয়ে তারা অতিকষ্টে দিন পার করছেন।

এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার মহান মে দিবসে উপলক্ষে গৌরীপুর উপজেলার শ্রমজীবী মানুষ নরসুন্দর, রাজমিস্ত্রীর যোগাইল্লা, চা দোকানদার, রংমিস্ত্রী, হেলপার,ভ্যান ও রিক্সা চালক, কামার, হোটেল কর্মচারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ দাস বলেন, ‘দেশের বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মজীবী মানুষেরা অসহায় হয়ে পড়েছে। তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। তাই আমি গৌরীপুর উপজেলার শ্রমজীবী মানুষ নরসুন্দর, রাজমিস্ত্রীর যোগালী, চা দোকানদার, রংমিস্ত্রী, হেলপার, ভ্যান ও রিক্সা চালক, কামার, হোটেল কর্মচারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পাঠিয়েছি। মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের জন্য বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।’

Live TV

আপনার জন্য প্রস্তাবিত