2487
Published on মে 2, 2020করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের প্রথম কনটেইনমেন্ট ঘোষিত মাদারীপুরের শিবচরে এ পর্যন্ত ৫৫ হাজার মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
শুক্রবার সকালে পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়াম থেকেআরো ৩ হাজার পরিবারের মাঝে খাবার ও ইফতারসামগ্রী বিতরণ করা হয় । এ নিয়ে করোনা পরিস্থিতিতে শিবচরের ৫৫ হাজার নিম্ন আয়ের ও হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসী পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলা, লবনসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হলো।
শুক্রবারে সহায়তা প্রাপ্তদের মধ্যে মসজিদ,মাদ্রাসার প্রায় ১৫০০ ইমাম,মুয়াজ্জিন, অর্ধশত পুরোহিত সেবায়েত, নন-এমপিও শিক্ষক, গ্রাম পুলিশ, পত্রিকার হকার, চতুর্থ শ্রেণির দুস্থ কর্মচারী, জেলে সম্প্রদায়সহ নিম্ন আয়ের মানুষও রয়েছে। এ সময় পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মুঠোফোনে বলেন, খাবার সহায়তা অব্যাহত থাকবে। সবাইকে লকডাউন মেনে ঘরে থাকতে হবে।