1921
Published on মে 2, 2020খাগড়াছড়ির প্রত্যন্ত জনপদে ভাইবোনছড়ার সুধন্যা কার্বারী পাড়া, কাপতলাপাড়া, ভেজাচন্দ্র পাড়া ও ধনেন্দ্র পাড়াসহ প্রায় ১০টি গ্রামে সম্প্রতি শিশুসহ বিভিন্ন বয়সের হামে আক্রান্ত শতাধিক পরিবারের কাছে প্রধানমন্ত্রী পুষ্টিকর খাবার পৌঁছে দিয়েছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ।
শুক্রবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম-বিষয়ক সম্পাদক উসিংহাই রবিন বাহাদুর এর অর্থায়নে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক মংসইপ্রু চৌধুরী অপুর সার্বিক সহায়তায় নিয়ে দূর্গম জনপদে ছুটে যান খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমাসহ তার টিম। পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ কালে সারি সারি লাইনে সামাজিক দুরত্ব বজায় রেখে হামে আক্রান্তদের পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
এতে পরিবারগুলোর মধ্যে চাল, তেল, আলু, ডাল, আটা, লবণ, পেঁয়াজ, ডেটল সাবান ও ডিমসহ শতাধিক পরিবারের মাঝে তুলে দেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপুসহ অতিথিরা। খাদ্য সামগ্রী বিতরণ শেষে চিকিৎসকরা হামে আক্রান্তসহ বিভিন্ন রোগে আক্রান্তদের স্বাস্থ্যের খোঁজ খবর নেয়।
এতে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা ও বিএমএ এর খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক ডা. টুটুল চাকমা, জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য ভারতেশ্বর ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিমল ত্রিপুরা,ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রতন বিকাশ ত্রিপুরা,সাধারণ সম্পাদক মংসানু মারমা উপস্থিত ছিলেন।
এ সময় হাম আক্রান্ত গ্রামের শিশুদের পরিস্থিতির খোঁজ খবর নেন আগত অতিথি ও চিকিৎসকরা। পাশাপাশি তাদের পুষ্টিকর খাবার গ্রহনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ছাত্রলীগের টিমের মধ্যে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সহ সভাপতি মনিন্দ্র ত্রিপুরা, যুগ্ম-সাধারন সম্পাদক এমং মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সনজীব ত্রিপুরা, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ক্যাজরী মারমা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা অসহায়দের পাশে দাঁড়ানোর এ ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।