2186
Published on মে 2, 2020আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পক্ষ থেকে ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে ত্রাণ ও স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১১টায় মিরপুরের পল্লবীতে ৪৬ মল্লিকা হাউজিং এলাকায় ওই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সহায়তা বিতরণ কার্যের উদ্বোধন করেন যুবলীগের সাধারন সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করেন।