2783
Published on মে 1, 2020করোনাভাইরাসের কারণে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কর্মহীন শ্রমজীবী ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা দিয়েছে মুমিনুন্নিসা ফাউন্ডেশন। সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আজিজুর রহমান খান তামিমের পক্ষে স্বেচ্ছাসেবকরা খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা বিতরণে সময় মানুষকে ঘরে থাকতেও সচেতন করা করেন।
“মুমিনুন্নিসা ফাউন্ডেশন” এর উদ্যোগে নেত্রকোনা জেলায় অবস্থিত পূর্বধলা উপজেলার ০২ নং হুগলা ইউনিয়ন, ০৭ নং আগিয়া ইউনিয়ন এবং ০৬ নং পূর্বধলা সদর ইউনিয়ন এর কর্মহীন মানুষদের জন্য ইতিমধ্যেই ৮০০ জনকে খাদ্য সামগ্রী এবং ৩০০ জনকে আর্থিক সহায়তা উপহার হিসেবে পর্যায়ক্রমে বিতরণ করা হয়েছে। বাকী ৮ টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরন করা হবে। মোট ৭০০০ পরিবারকে এই সহায়তা দেওয়া হবে।
আজিজুর রহমান খান তামিম বলেন, উপজেলার কর্মহীন শ্রমজীবি ও দুঃস্থ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করছেন স্বেচ্ছাসেবকরা। যতদিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে ততদিন তিনি পর্যায়ক্রমে উপজেলার ১১টি ইউনিয়নেই ত্রাণ বিতরণ অব্যহত রাখবেন বলে জানান তারা।