2410
Published on মে 1, 2020মাসব্যাপী কুমিল্লা শহরে ছিন্নমূল অসহায় ভাসমান মানুষদের মাঝে ইফতার বিতরণ এর উদ্যোগ নিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রুবেল হোসেন।
ইতিমধ্যে পহেলা রমজান থেকে আজ ষষ্ঠ রমজান পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ইফতার বিতরণ কার্যক্রম চলমান আছে। জানা যায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপির উপস্থিতিতে ১লা রমজান কুমিল্লা শহরে টাউন হল মাঠে এই কার্যক্রম শুরু হলে এখন প্রতিদিন দুই থেকে তিনশ ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার বিতরণ করছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের এক দল সেচ্ছাসেবক নেতৃবৃন্দ।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রুবেল হোসেন বলেন আমরা সমাজের প্রতিটি মানুষকে খাদ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে রমজান মাসে এই উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে কুমিল্লা শহরে হ্যান্ড স্যানিটাইজার, মাক্স, গ্লাভস, সহ প্রায় পাঁচ হাজার পরিবারকে টানা ১০ দিন ফ্রি সবজি বিতরণ করেছি বর্তমানে খাদ্য সহায়তা সহ আর্থিক সহায়তা চলমান আছে।