দিনাজপুরে ৩০০ পরিবার পেল সাংসদের ইফতার

926

Published on এপ্রিল 30, 2020
  • Details Image

দিনাজপুরের নবাবগঞ্জে চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ শ্রমজীবি মানুষদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলার পুঠিমারা ইউনিয়নের দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন পুটিমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান রিপন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলাবুট, চিনি, চিড়া ইত্যাদি।

বয়সের ভারে নূয়েপড়া মো.জামেদ আলী (৭৮) বলেন, এমপি সাহেবের দেওয়া ত্রাণের চাউল হামার সংসার চলোছে। ইফতারের জিনিস পায়া খুব উপকার হলো। এ্যালা না দিলে পানি খায়া রোজা ভাঙ্গবার হলো হয়।

এ বিষয়ে হাবিবুর রহমান রিপন বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাঁরা ঘর থেকে বের হতে পারছে না। এমতাবস্থায় তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। তাছাড়া দিনাজপুর-৬ আসনের সংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি শিবলী সাদিকের দিক নির্দেশনায় সকল নেতাকর্মীদের মাঠে থেকে জনগণের পাশে থাকার আহ্বান করা হয়েছে। আগামীতেও গরীব অসহায় রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এ ব্যাপারে জানতে চাইলে এমপি শিবলী সাদিক সাংবাদিককে বলেন, ইতিমধ্যে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুরসহ চার উপজেলার কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষকে নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এখন ওই সমস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত