ফরিদপুরে ছাত্রলীগের 'ফ্রি সবজি বাজার'

1986

Published on এপ্রিল 30, 2020
  • Details Image

করোনাভাইরাস রোধে অবরুদ্ধ দেশে কৃষকদের ধান কেটে দেওয়ার পর এবার দরিদ্রদের জন্য ফ্রি সবজি বাজার খুলেছে ছাত্রলীগের ফরিদপুরের এক দল নেতাকর্মী।

বুধবার বোয়ালমারী পৌরশহরের মেইন রোডের সরকারি ডাকবাংলো মার্কেটের সামনে থেকে এ কার্যক্রম শুরু করেন বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা।

সরেজমিনে দেখা যায়, পৌরশহরের মেইন রোডের পাশে সবজি দিয়ে সাজানো ৫টি টেবিল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ছাত্রলীগের নেতারা। পাশে রয়েছে ‘ফ্রি সবজি বাজার’ নামের ব্যানার। সদাই করতে আসা অসহায় লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ছাত্রলীগের কর্মীরা একে একে টেবিলে থাকা পরিমান মতো সবজি ব্যাগে ভরে তাদের হাতে দিচ্ছেন।

ভ্রাম্যমাণ এ বাজারে আলু, মিষ্টি কুমড়া, পুঁই শাক, লাল শাক, কাঁচা মরিচ, ঢেড়শ, টমেটোসহ হরেক রকমের সবজি রয়েছে।

সবজি নিতে আসা পৌর এলাকার ছোলনার হাবিবুর রহমান বলেন, “ব্যাগভর্তি সদাই পেয়েছি, কিন্তু কেউ টাকা চাইল না। যাহোক পরিবার নিয়ে কয়েকদিন চলে যাবে।”

বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, “গ্রামের প্রান্তিক কৃষকদের থেকে বিভিন্ন প্রকারের সবজি কিনে করোনায় অসহায় কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করছি আমরা। অস্বচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন লোক দেখে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করছি। করোনায় আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।”

বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া ছাত্রলীগের এ উদ্যোগের বিষয়ে বলেন, “করোনার বিস্তার ঠেকাতে মানুষ ঘরে অবস্থান করায় তারা অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এ ক্লান্তিকালে ফ্রি সবজি বাজার দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।”

বোয়ালমারীর ছাত্রলীগের মতো সমাজের বিত্তবানরাও এগিয়ে এলে পিছিয়ে পড়া মানুষগুলো এ ক্রান্তিকালের অভূক্ত থাকবে না বলে মনে করেন তিনি।

এ সময় তারা প্রায় ৩০০ অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরণের সবজি বিতরণ করেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সদস্য অরুপ মিত্র, বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, ছাত্রলীগ কর্মী আলম হোসেন, রাকিব আহমেদ, সুব্রত বিশ্বাস, সাফাত ইসলাম বাপ্পি ও অন্যরা।

এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন জায়গায় এ সংগঠনের নেতাকর্মীরা বেশ কয়েকজন কৃষকের বোরো ধান কেটে ঘরে পৌঁছে দেয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত