1980
Published on এপ্রিল 30, 2020ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েলের ব্যক্তিগত উদ্যোগে ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার অন্তর্গত তিনটি ইউনিয়নের মধ্যে প্রায় ৭১৫ জন গরীব, কর্মহীন ও হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেন।
বালিয়াডাঙ্গী উপজেলার ২নং চাড়োল ইউনিয়নে ২৪৫টি পরিবার, ৬নং ভানোর ইউনিয়নে ২৪০টি পরিবার এবং ৩নং ধনতলা ইউনিয়নে ২৩০টি পরিবার সহ প্রত্যেকের মাঝে ৫ কেজি করে চাল, ১/২ কেজি করে সয়াবিন তেল, ১ কেজি করে টমেটো, ১ কেজি করে করলা ও ১ টি করে লাউ বিতরন করা হয়।
হতদরিদ্র এই সাধারণ মানুষ এর মাঝে খাদ্য-সামগ্রী বিতরন করে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, আমাদের উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত সরকারী ত্রান গরীব ও অসহায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সঠিকভাবে কয়েক দফায় বিতরণ করা হয়েছে এবং আমি নিজে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে প্রায় ৩৭ মেট্রিক টন চাল বিতরণ করেছি।
উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস প্রার্দুভাবের প্রথম দিকে নিজ উপজেলার সকল শ্রেনীর মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং সাধারণ মানুষ কে সচেতন করতে লিফলেট বিতরণ করেন।
আলী আসলাম জুয়েল আরও বলেন, আমার উপজেলার বাকী ০৫ ইউনিয়নেও দুই-তিন দিনের মধ্যে আরও প্রায় ১৫০০-২০০০ পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হবে।
ইনশাল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাড়াচ্ছি এবং সেই সাথে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।