চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনমজুর-পথশিশুদের মাঝে ইফতার বিতরণ ছাত্রলীগের

998

Published on এপ্রিল 30, 2020
  • Details Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আশপাশের শতাধিক রিকশা চালক, দিনমজুর ও পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছেন চবি ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে চবি ক্যাম্পাস, রেলক্রসিংসহ কয়েকটি পয়েন্টে ইফতার বিতরণ করেন তিনি।

রকিবুল হাসান দিনার বলেন, প্রতিবছর ক্যাম্পাসে বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু এ বছর পরিস্থিতি ভিন্ন। এ অবস্থায় জমায়েত করে ইফতারের আয়োজন সম্ভব নয়।

তিনি বলেন, এ কারণে ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার তৈরি করে ক্যাম্পাস ও আশপাশের অস্বচ্ছল মানুষের মাঝে বিতরণের উদ্যোগ নিয়েছি আমরা।

তিনি আরও বলেন, এর আগেও আমরা শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। মানুষকে সহযোগিতার এ কার্যক্রম চালিয়ে যাবো আমরা।

এসময় ছাত্রলীগ নেতা অনুপম রুদ্র, ফয়সাল, রাতুল, আকিব, রবিনসহ অনেকে সহযোগিতা করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত