1834
Published on এপ্রিল 30, 2020করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায়-গরীব মানুষকে রাতের আঁধারে খাদ্য সহায়তা দিচ্ছে রংপুর জেলা ছাত্রলীগ।
সংগঠনের সভাপতি মেহেদী হাসান সিদ্দিক রনির নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা প্রায় মাসের অধিক সময় ধরে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও বিভিন্ন উপজেলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
এ প্রসঙ্গে মেহেদী হাসান সিদ্দিক রনি বলেন, করোনার প্রার্দুভাব দেখা দেওয়ার পর থেকেই আমরা নিজেরা উদ্যোগী হয়ে প্রথম হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করি। পরে লকডাউন শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গরীব-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি।
তিনি বলেন, নিজেদের অর্থায়ণ ছাড়াও আমাদের কিছু বড় ভাইদের সহযোগীতায় রাতের আধারে বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছি।