1748
Published on এপ্রিল 29, 2020পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনায় গৃহবন্দি কর্মহীন ও হত দরিদ্র মানুষদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা নোয়াখালী কবিরহাট উপজেলায় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কবিহরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।
কবিরহাট পৌরসভা প্রাঙ্গনে পৌর এলাকার ২ হাজার হতদরিদ্র, কর্মহীন মানুষের মধ্যে বুধবার সকালে এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কবিরহাট পৌরসভার মেয়র ও ককিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও জানান উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ৯ হাজার পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমী, কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হানিফসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।