1886
Published on এপ্রিল 29, 2020ঘড়ির কাটায় রাত তখন ২টা বেজে ১৫ মিনিট। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালের পথে রওনা হলেন ছাত্রলীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান হায়াত।
উদ্দেশ্য মায়ের হাতের রান্না করা খাবার সেহেরি চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্স-স্টাফ-রোগীদের হাতে তুলে দেয়া।
শনিবার রাতে হাটহাজারী পৌরসভার ফটিকা এলাকায় তার বাসা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্স-স্টাফ-রোগীদের হাতে তুলে দিলেন মায়ের রান্না করা সেহেরি।
রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে নিয়ে এ ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করা মো. মোস্তাফিজুর রহমান হায়াত হাটহাজারী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা। এ সময় তাকে সহযোগিতা করেন চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের কর্মকর্তা মো. আবু সায়েম, হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ টিপু, ছাত্রলীগ নেতা মো. আরিফুল ফয়েজ আবির ও ছাত্রনেতা মিনহাজ আলম চৌধুরী প্রমুখ।
ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান হায়াত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং আমাদের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা আদেশ দিয়েছেন তৃণমূল এ কাজ করতে। তারই ধারাবাহিকতায় আমরা তৃণমূল ছাত্রলীগ কাজ করছি।
তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে হাসপাতালের ডাক্তার-নার্স-রোগী-স্টাফদের মনোবল বৃদ্ধি ও তাদের প্রতি ভালোবাসা স্বরূপ আমার মায়ের পরামর্শে আমার এ উদ্যোগটি গ্রহণ করেছি।
হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহেদ বলেন, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক আমাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি। এরই অংশহিসেবে মো. মোস্তাফিজুর রহমান হায়াতের এ উদ্যোগটি অন্যদের অনুপ্রেরণা জোগাবে।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন যুগান্তরকে বলেন, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান হায়াতের এমন ব্যতিক্রমী উদ্যোগে আমরা সত্যিই অভিভূত।