চট্টগ্রামে ১১২ জন গ্রাম পুলিশ পেলেন প্রধানমন্ত্রীর উপহার

1149

Published on এপ্রিল 29, 2020
  • Details Image

চট্টগ্রামের রাউজান উপজেলার ১১২ জন গ্রাম পুলিশ পেলেন প্রধানমন্ত্রীর উপহার। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা প্রশাসনিক ভবন চত্ত্বরে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণের মাধ্যমে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।

উপহার সামগ্রী বিতরণী সভায় উপজেলা প্রশাসনসহ উপস্থিত সকলের উদ্দেশে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা এসএম বাবর ও পৌর আওয়ামী লীগ নেতা মুছা আলম খান প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত