1392
Published on এপ্রিল 29, 2020করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও অসহায় দরিদ্র ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির। তিনি মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ধারাবাহিক ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে লালবাগ কেল্লা সংলগ্ন দেলোয়ার হোসেন খেলার মাঠে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে মো. হুমায়ূন কবির বলেন, ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ নেতাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে সাধারণ অসহায় ও অনাহারী মানুষের মাঝে বণ্টনের পাশাপাশি নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় হুমায়ূন কবির করোনাভাইরাস মোকাবেলায় গৃহীত পদক্ষেপের কার্যকারিতা পর্যালোচনা করে বিশ্বের শীর্ষ আট নারী নেতৃত্বের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুলে আনার জন্য অর্থ বাণিজ্য বিষয়ক বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস ম্যাগাজিনকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মতিউর রহমান জামাল সাধারণ সম্পাদক লালবাগ থানা আওয়ামী লীগ, মোকাদ্দেস হোসেন জাহিদ কাউন্সিলর ২৪নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মো. আসাদুজ্জামান আসাদ সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, আমির হোসেন সাধারণ সম্পাদক ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মো. জামিল হোসেন প্রমুখ।