কসবায় ১৩০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইনমন্ত্রী

1061

Published on এপ্রিল 29, 2020

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় স্থানীয় সংসদ সদস্য আইন ও বিচার সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের নিজস্ব অর্থায়নে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের ১৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, আড়াই কেজি আলু, দুই কেজি ছোলা ও এক কেজি বুটের ডাল রয়েছে।

কায়েমপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের পক্ষে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন এ সব খাদ্যসামগ্রী তুলে দেন।

এই সময় কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকতিয়ার আলম রনি, কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজসেবক আবদুল মতিন ভূঁইয়া, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. ইব্রাহিম, কায়েমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক নাদিল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত