1930
Published on এপ্রিল 28, 2020করোনাভাইরাসের মহামারীতে সারাদেশই কার্যত স্থবির হয়ে আছে। এই সময়ে অনেক মানুষ বেকার হয়ে পড়েছে। নিম্ন আয় এবং দিনমজুররা কাজ না থাকায় অনিশ্চতার মধ্যে পড়ে গেছে। তাদের পাশে এসে দাঁড়িয়েছে সরকার এবং আওয়ামী লীগের সংসদ সদস্য থেকে শুরু করে সর্ব স্তরের নেতা-কর্মীরা।
রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক ডিউক অসহায়, ভূমিহীন, ঘরে ফেরা, কর্মহীন, শ্রমজীবী এমন ১৪ হাজার মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় জীবানুনাশক ছিটিয়ে শহরকে জীবানুমুক্ত রাখার কর্মসূচি চালা। সাধারন মানুষকে নিরাপদ তাহকে উৎসাহ দিতে বিনামূল্যে ফেস মাস্ক বিতরণ করেন এবং জনসচেতনতামুলক প্রচারণা চালান।