বরিশালে উপজেলা চেয়ারম্যানের দেওয়া খাদ্য সহায়তা পেলো ৪ হাজার পরিবার

1452

Published on এপ্রিল 28, 2020
  • Details Image
  • Details Image

করোনাভাইরাসের মহামারীতে সারাদেশই কার্যত স্থবির হয়ে আছে। এই সময়ে অনেক মানুষ বেকার হয়ে পড়েছে। নিম্ন আয় এবং দিনমজুররা কাজ না থাকায় অনিশ্চতার মধ্যে পড়ে গেছে। তাদের পাশে এসে দাঁড়িয়েছে সরকার এবং আওয়ামী লীগের সর্ব স্তরের নেতা-কর্মীরা।

বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টুর নিজস্ব অর্থায়নে বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়নের কর্মহীন দিনমজুর ও নিম্ন আয়ের প্রায় ৪ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছেন। প্রচন্ড ছোঁয়াচে করোনাভাইরাস থেকে বাঁচতে খাদ্য বিতরণের সময় সবাই মিলে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই খাদ্য সহায়তা প্রদান করেন। এবং অধিকাংশ সময় উপজেলা চেয়ারম্যান নিজেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত