পদ্মা-যমুনার দুর্গম চরাঞ্চলের দুঃস্থদের খাদ্য সহায়তা দিলেন মানিকগঞ্জ-১ এর সাংসদ

1324

Published on মে 3, 2020
  • Details Image
    দৌলতপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের জিয়নপুর ইউনিয়নের ১০৯ জন দিনমজুরকে ত্রাণ দিচ্ছেন নাঈমুর রহমান দুর্জয়
  • Details Image
    দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ১৬৫ টি পরিবার ও বাচামারা ইউনিয়নের কল্যাণপুর চরের ৩৩৬ টি দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ দিচ্ছেন নাইমুর রহমান দুর্জয়

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয় উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয়।

০৩ মে রবিবার দৌলতপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের জিয়নপুর ইউনিয়নের ১০৯ জন দিনমজুরকে ১০ কেজি করে চাল, ৪১ জন জেলেকে ৮০ কেজি করে চাল, ৫০ জনকে নগদ ২৫০ টাকা প্রদান করেন তিনি।

ত্রাণ বিতরনকালে সাংবাদিকদের দুর্জয় বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক খাদ্যসামগ্রী আপনাদের হাতে পৌঁছে দেয়া হচ্ছে। আপনাদের বিশেষভাবে বলা হচ্ছে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দরিদ্রদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব যতদিন আছে, সরকারের খাদ্য সহায়তা কার্যক্রম ততো দিন চলবে। শেখ হাসিনার সরকার যতদিন আছে- একজন মানুষও না খেয়ে মারা যাবে না। এ সময় উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, দৌলতপুর থানার ওসি রেজাউল করিম, কৃষি অফিসার ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, জিয়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন, বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, চরকাটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারেক মন্ডল, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান মনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল ইসলাম সাকিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আতোয়ার রহমান, সহ-সভাপতি বাবু মোল্লা প্রমুখ।

এর আগে সোমবার (২৭ এপ্রিল) সকালে দুর্গম চরাঞ্চলে পদ্মা ও যমুনা নদী পার হয়ে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ১৬৫ টি পরিবার ও বাচামারা ইউনিয়নের কল্যাণপুর চরের ৩৩৬ টি দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ ২৫০০০ টাকা প্রদান করেন। একই দিন দুপুরে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ২০০ টি দুঃস্থ পরিবার এবং জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে মা ও শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাদ্য বিতরণ করেন।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত