1435
Published on এপ্রিল 28, 2020করোনাভাইরাসের কারণে দেশজুড়ে সবকিছু বন্ধ ঘোষণার শুরু থেকেই কেরানীগঞ্জে নিম্ন আয় ও বেকার হয়ে যাওয়া দিনমজুরদের পাশে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তাঁর ব্যক্তিগত উদ্যোগে মার্চের শেষ সপ্তাহে প্রথমবার ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। দ্বিতীয় দফা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আবারো বিতরণ করা হয় খাদ্য সহায়তা। এবার আজ ( মঙ্গলবার) থেকে কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নে আরো ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু হলো।
এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বর্তমান প্রক্ষাপটে ঘরে বসে থাকা কেরানীগঞ্জের দরিদ্র, দিনমজুর ও কর্মহীন মানুষের খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে। তাঁদের কাছে পৌছে দেয়া হবে খাদ্য সমগ্রী। কেরানীগঞ্জবাসীর যে কোন প্রয়োজনে তাঁদের সাথেই থাকবো।
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এই উদ্যোগের সাথে উপজেলা চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি এবং কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ প্রত্যক্ষভাবে সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই করোনা সংকট মোকাবিলায় সমাজের বিত্তবানদের আরো বেশি করে সহায়তার হাত বাড়িয়ে দেয়া উচিৎ। তিনি এ সময় সকলকে হোম কোয়ারেন্টাইন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন।