অভয়নগরে ফোন পেয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিলো ছাত্রলীগ

1106

Published on এপ্রিল 28, 2020
  • Details Image

যশোরের অভয়নগরে হ্যালো ছাত্রলীগের জরুরি সেবায় ফোন পেয়ে শতাধিক অসহায় পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিল নেতাকর্মীরা।

মহামারী করোনার মধ্যে রোববার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলমান অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন অভয়নগর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুল হাসান বিপ্লব মঙ্গলবার বিকালে জানান, সমাজের মধ্যবিত্ত, হতদরিদ্ররা ফোন করলেই তাদের বাসার দরজায় পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী।

তিনি আরও জানান, ইতিমধ্যে শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

খাদ্যসামগ্রী পাওয়া ভ্যানচালক মিজানুর রহমান বলেন, আমি হ্যালো ছাত্রলীগের মোবাইলে ফোন দিয়ে খাদ্য সহায়তার কথা বলি। সোমবার সন্ধ্যার পর ছাত্রলীগের নেতাকর্মীরা আমার বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত