903
Published on এপ্রিল 28, 2020ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম সিন্টু করোনা পরিস্থিতিতে নগরবাসীকে দিয়েছেন ব্যতিক্রমী উপহার। ‘মিন্টু ভাই’ নামেই পরিচিত এ কাউন্সিলর গ্রামের বাড়ি থেকে করলা,পুঁইশাক এনে তা বিতরণ করেছেন লোকজনের মাঝে।
সূত্র জানায়, কাউন্সিলর শফিকুল ইসলাম ওরফে মিন্টু ভাইয়ের গ্রামের বাড়ি ফুলবাড়িয়ায়। সেখান থেকে ফেরার সময় মঙ্গলবার গাড়িতে করে নিয়ে এসেছেন ১০ মন করলা ও চার মন পুঁইশাক। এরপর বাড়ি বাড়ি গিয়ে এসব করলা আর পুঁইশাক উপহার হিসেবে পৌছে দেন এলাকার মানুষের কাছে।
কাউন্সিলরের ব্যতিক্রমী উপহার পৌঁছে দিতে সহায়তা করেন আকুয়া উত্তর পাড়া ডিফেন্স পার্টির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান কাজল, ছাত্রলীগ নেতা এনামুল হক সুমন, যুবলীগের নাসির উদ্দিন নাসির, মোখলেছুর রহমান মোখলেছ, নিগার সুলতানা লাকী, সিডিসি’র রূপসা ক্লাস্টার সভাপতি মোসলেমা আক্তার মর্জিনা, পারুল, জুলেখা প্রমূখ।