১১ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

995

Published on এপ্রিল 28, 2020
  • Details Image

করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের মধ্যে খাদ্রসামগ্রী উপহার দিয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তার নিজস্ব অর্থায়ন মুজিবনগর উপজেলার প্রায় ১১ হাজার কর্মহীন পরিবার এই সহায়তা পেয়েছ।

পর্যায়ক্রমে মেহেরপুর সদর ও গাংনী উপজেলাতেও প্রতিমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে যাবে বলে জানিয়েছন জেলা প্রশাসক আতাউল গনি। এছাড়াও ইতোমধ্যে জেলায় কর্মহীন প্রায় ৫৩ হাজার ৪৫৫ পরিবার প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি শুধু মুজিবনগরেই প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নিজস্ব অর্থায়নে ১১ হাজার পরিবারকে দেওয়া হয়েছে খাদ্য উপহার।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি বলেন, 'জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি ত্রাণ বিতরণে সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেছেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেছেন। এরপরও মুজিবনগরে কোনও অসহায় বা অভুক্ত পরিবার থাকলে তাদের ত্রাণ বিতরণ করা হবে।'

জেলা প্রশাসক আতাউল গনি জানান, 'সরকারি ত্রাণের পাশাপাশি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নিজস্ব অর্থায়নে অসহায় কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুদ আছে। মেহেরপুর জেলায় কোনও মানুষ খাদ্য অভাবে থাকবে না।'

Live TV

আপনার জন্য প্রস্তাবিত